কোভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত নওগাঁর সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন লাইন সরবরাহের সুবিধাসংবলিত সেন্ট্রাল অক্সিজেন লাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে।
সরকারি অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এ লাইন নির্মাণ করা হয়। এতে রোগীরা নিরবচ্ছিন্ন অক্সিজেন-সেবা পাবেন। রোববার দুপুরে সেন্ট্রাল অক্সিজেন লাইনের সম্পূর্ণ কাজ শেষ হয়। অক্সিজেন লাইনের জন্য অর্থায়ন করেছে নওগাঁ জেলা পরিষদ।
উপজেলার আশড়ন্দ গ্রামের বাসিন্দা আরমান হোসেন বলেন, ‘উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করায় আমরা সাপাহারবাসী খুবই আনন্দিত। আশা করছি, এতে করে সেবার মান আরও বাড়বে।’
সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার শিগগির সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করবেন।
অক্সিজেন সিলিন্ডার। ছবি: নিউজবাংলা
সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন জানান, পুরো সিস্টেম এখন সম্পূর্ণ প্রস্তুত। রোগীর বিছানায় নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতেই এই ব্যবস্থা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী জানান, ‘সরকারি উদ্যোগে জেলা পরিষদের সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। উপজেলা লেভেলে, আমাদের জন্য এটা স্বপ্নের মতোই।’