বাগেরহাটের কচুয়ায় চাল বিক্রিতে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভোক্তা অধিকার আইনে চার চাল ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে উপজেলার বাধাল বাজার ও সাইনবোর্ড বাজারে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, পাটজাত মোড়ক ব্যবহার না করায় বাধাল বাজারের চাল ব্যবসায়ী অপূর্ব দাসকে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন-২০১০ এর আওতায় ২০ হাজার টাকা এবং স্থানীয়ভাবে উৎপাদিত চাল প্লাস্টিকের বস্তায় প্যাকেটজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘একই অপরাধে বাধাল বাজারের আরেক চাল ব্যবসায়ী বিনয় কুমারকে দুই হাজার টাকা, সাইনবোর্ড বাজারের চাল ব্যবসায়ী হায়দার ও গফফারকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।’ আইন বাস্তবায়ন ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।