কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
অভিযোগ উঠেছে সৎ ভাই তাকে হত্যা করেছে।
নিহতের নাম ফামিদ হোসেন। তার বাড়ি উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর উত্তরপাড়া গ্রামে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, রোববার সকালে এই হত্যাকাণ্ড হয়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ভোরে বাড়ির পাশের চায়ের দোকানে বসেছিলেন ফামিদ। তখন তার সৎ ভাই মিলন হোসেন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। ফামিদের নামে থানায় মাদকসহ একাধিক মামলা আছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনালের হাসপাতালে পাঠানো হয়েছে।