সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় ৩৩-কেভি সঞ্চালন লাইন চালুর আগেই কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে।
বড়ঘাট এলাকায় রোববার ভোর ৫টার দিকের এ ঘটনায় সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির মুখে পড়ে স্থানীয়রা।
বড়ঘাট গ্রামের বাসিন্দা নূরুল আমিন বলেন, খুঁটিগুলো ঠিকভাবে বসানো হয়নি। এ ছাড়া এগুলো শক্তিশালীও না। যার কারণে সামান্য ঝড়ে মাটি ধরেছে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন নিউজবাংলাকে জানান, রোববার ভোর রাতে অল্প সময় ঝড় হয়। এতেই বড়ঘাট এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩-কেভি লাইনের ১৩টি খুঁটি তারসহ পড়ে যায়।
এই প্রকল্পের এক ঠিকাদার মাসুক মিয়া। তিনি বলেন, ‘আমার কাজ ছিল বিদ্যুৎ সঞ্চালন তারগুলো বসানো। অন্য ঠিকদার খুঁটি বসানোর কাজ করেছে। আমি গত ২৭ মার্চ আমার কাজ শেষ করেছি।’
তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য সুনামগঞ্জ ৩৩-কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে এই সংযোগ লাইন দেয়ার কাজ চলছিল।
খুঁটি পড়ে যাওয়ায় জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও তাহিরপুরসহ তিন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সকাল থেকেই পল্লী বিদ্যুতের কর্মীরা সড়ক থেকে খুঁটি ও তার অপসারণের কাজ শুরু করেছেন।