বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএসএফের গুলিতে আহত ভারতীয়, বাঁচাল বাংলাদেশের পুলিশ

  •    
  • ১১ এপ্রিল, ২০২১ ১৫:০৫

ওই কিশোর নিউজবাংলাকে জানায়, নানাবাড়ি বেড়াতে আসার জন্য সে রোববার রাতে সীমান্তে আসে। সেখানে বিএসএফ তার দিকে গুলি ছোড়ে। তার নানা তাকে উদ্ধার করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়ির পাশের গর্তে লুকিয়ে রাখে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

কুড়িগ্রামে ফুলবাড়ী সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছে ভারতীয় এক কিশোর। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে জেলার নাগেশ্বরী থানার পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামাল হোসেন।

আহত ওই কিশোরের বাড়ি ভারতের কোচবিহারের সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট শাহিদালের কুঠি গ্রামে। তার নানার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়ায়।

ওই কিশোর নিউজবাংলাকে জানায়, নানাবাড়ি বেড়াতে আসার জন্য সে রোববার রাতে সীমান্তে আসে।

রাত ৩টার দিকে ফুলবাড়ীর ১৫ বিজিবি লালমনিরহাটের অধীন অনন্তপুর বিওপি এবং ভারতের বিএসএফ ঝিকরি ক্যাম্পেরর আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫ এস দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। সে সময় সেখানে টহলরত বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।

আহত অবস্থায় সে কাঁটাতার পার হয়ে এ দেশে প্রবেশ করে। তাকে সেখান থেকে উদ্ধার করে নাগেশ্বরীতে নিজ বাড়ির পাশে একটি গর্তে নিয়ে লুকিয়ে রাখেন তার নানা। চিকিৎসক ডেকে গোপনে তার চিকিৎসার চেষ্টা করেন।

খবর পেয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ও তার দল সেখানে গিয়ে গুলিবিদ্ধ কিশোরকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পুলক কুমার সরকার জানান, তার অবস্থা এখন ভালো। তার পাঁজরের ডান দিক থেকে একটি বুলেট এবং ৮ থেকে ১০টি স্প্লিন্টার বের করা হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামাল জানান, লালমনিরহাট ১৫ বিজিবি ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে লালমনিরহাট বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে।

এ বিভাগের আরো খবর