বরিশালের মেহেন্দিগঞ্জে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাসপাতালে।
সংঘর্ষের ঘটনায় এ নিয়ে দুইজন নিহত হয়েছেন।
উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের সুলতানী গ্রামে রোববার ভোরে এই সংঘর্ষ হয়েছে বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন নিউজবাংলাকে জানান, গত রাত ৪টার দিকে কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে সুলতানী গ্রামে হামলা চালায়। ভাঙচুর করা হয় দোকানপাট ও কয়েকটি বসতঘর। তাদের প্রতিহত করতে গ্রামবাসীও রাস্তায় নামে। দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সাইফুল সর্দার।
লিটন অভিযোগ করেন, সম্প্রতি স্থগিত হওয়া উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর লোক। আর নিহত সাইফুল সর্দার চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরী বলেন, হামলা হয়েছে তাদের ওপর। এতে আহত হন মো. সাঈদ। তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে সকালে তার মৃত্যু হয়।
মিলন বলেন, ‘হামলায় নিহত হয়েছে আমার আপন চাচাতো ভাই সাঈদ। হামলা আমরা করিনি, আমাদের ওপর করা হয়েছে। আর অপর যে ব্যক্তি নিহত হয়েছে, সেটা তারা মেরেই এখন আমার নাম বলছে।’
অভিযোগের বিষয়ে জানতে রুমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ওসি আবুল কালাম জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে তদন্তও। এরপরই জানা যাবে ঘটনার বিস্তারিত।