সকালে বেলাল ইটভাঙা মেশিন চালিয়ে খুলনা থেকে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। পথের মাঝে কাটাখালী থেকে খুলনার দিকে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মেশিনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ইটভাঙা মেশিনের (ক্রাশার) এক চালক নিহত হয়েছেন।
খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার সামনে রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল মোল্লার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি হোসেন জানান, সকালে বেলাল ইটভাঙা মেশিন চালিয়ে খুলনা থেকে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। পথে কাটাখালী থেকে খুলনার দিকে যাওয়া ট্রাক নিয়ন্ত্রণ হারালে এটি ওই মেশিনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।