বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোনারগাঁয়ে আ. লীগ কার্যালয় ভাঙচুর: মামুনুলের বিরুদ্ধে মামলা

  •    
  • ১০ এপ্রিল, ২০২১ ০১:২১

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন বাদী হয়ে হেফাজতের নেতা মামুনুল হককে প্রধান আসামি করে মামলা করেছেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ আনা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে এক নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের জেরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়সহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতার বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করার ঘটনায় শুক্রবার সোনারগাঁ থানায় মামলা করেছেন যুবলীগ ও ছাত্রীগের নেতারা। এর মধ্যে একটি মামলায় মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন বাদী হয়ে হেফাজতের নেতা মামুনুল হককে প্রধান আসামি করে মামলা করেছেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ দেয়ার অভিযোগ আনা হয়েছে।

এ মামলায় হেফাজতে ইসলাম ও বিএনপির ১১১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তিনি নিজে বাদী হয়ে হেফাজতে ইসলাম ও বিএনপির শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আড়াই শ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এ ছাড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনিকে হত্যার চেষ্টার অভিযোগে তার বাবা শাহ জামাল তোতা আরেকটি মামলা করেছেন। এতে বিএনপি ও হেফাজতে ইসলামের সাতজনের নাম উল্লেখ করেছেন। মামলায় তিনিও অজ্ঞাতনামা আড়াই শ ব্যক্তিকে আসামি করেছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।

এ বিভাগের আরো খবর