বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কনেপক্ষকে মাংস কম দেয়ায় সংঘর্ষ, আহত ১০

  •    
  • ৯ এপ্রিল, ২০২১ ২৩:২২

‘আজ‌কের অনুষ্ঠা‌নে মে‌য়েপক্ষ থে‌কে ২৫ জন অ‌তি‌থি আসার কথা ছিল। আমরা সেই হিসাব ক‌রে খাবা‌রের আ‌য়োজন ক‌রে‌ছিলাম। কিন্তু মে‌য়েপক্ষ থে‌কে ৭৫ জন অ‌তি‌থি আসেন। যে কার‌ণে খাবার কম পড়েছে ।’

পটুয়াখালীর মহিপুরে বউভাতের অনুষ্ঠানে কনেপক্ষকে মাংস কম দেয়া নিয়ে বরপক্ষের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে গুরুতর অবস্থায় মো. রাসেল মিয়া, মো. সেলিম হো‌সেন ও মো. হাসানকে কলাপাড়া উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভর্তি করা হয়।

ঘটনার সময় ভাঙচুর করা হয় বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল, চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র। শুক্রবার বিকেলে মহিপুর থানার সদর ম‌হিপুর ইউ‌নিয়‌নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা নিউজবাংলাকে জানিয়েছেন, প্রায় দেড় মাস আগে বিপিনপুর গ্রামের আরিফের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের রাজিয়ার। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ছেলেপক্ষ মেয়েকে তুলে আনে। শুক্রবার মেয়েপক্ষের লোকজন ছেলের বাড়িতে মেয়েকে নিতে আসেন।

নাম প্রকা‌শে‌ অ‌নিচ্ছুক বরপ‌ক্ষের একজন জানান, ‘শুক্রবারের অনুষ্ঠা‌নে মে‌য়েপক্ষ থে‌কে ২৫ জন অ‌তি‌থি আসার কথা ছিল। আমরা সেই হিসাব ক‌রে খাবা‌রের আ‌য়োজন ক‌রে‌ছিলাম। কিন্তু মে‌য়েপক্ষ থে‌কে নির্ধা‌রিত সংখ্যার তিন গুণ অর্থাৎ ৭৫ জন অ‌তি‌থি আসেন। যে কার‌ণে খাবার কম পড়েছে।

‘খাওয়াদাওয়ার পর্বে মেয়েপক্ষের লোকজনকে মাংস কম দেয়াকে কেন্দ্র করে আচমকা উত্তেজিত হয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ‌তে দৌড়া‌দৌ‌ড়ি ও হাতাহা‌তি‌তে বেশ ক‌য়েকজন আহত হ‌ন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কনেপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিভাগের আরো খবর