শেরপুরে যারা হেফাজতে ইসলাম করবে, তারা মসজিদের ইমামতি করতে পারবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
শেরপুর সদর উপজেলা পরিষদ মাঠে শুক্রবার বিকেল চারটার দিকে কৃষকের মধ্যে কম্বাইন হারভেস্টার বিরতণকালে তিনি বলেন, ‘শুধু শেরপুর নয়, সারা দেশেই এ ব্যবস্থা করবে সরকার।
‘দেশে ইসলামের নামে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা নারী নিয়ে রিসোর্টে ফুর্তি করে। এটা আর হতে দেয়া যাবে না।’
পরে চলতি মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এ এম মোবারক আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান সুইটি।