কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
শুক্রবার দুপুর সোয়া ১২টায় কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া-চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সিফাত স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ১০ বছর বয়সী সিফাত পার্শ্ববর্তী গড়েরবাড়ি-কাঞ্চনপুর গ্রামের রডমিস্ত্রি সেলিম উদ্দিনের ছেলে।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের (নিয়ামতবাড়িয়া) সদস্য মো. ডাবলুজ্জামান বলেন, মো. সিফাত সাইকেলে করে লক্ষ্মীপুর-পান্টি গ্রাম্য সড়কে যাচ্ছিল। দ্রুতগতির ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ট্রাকটি দ্রুতগতিতে পালাতে গিয়ে দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা ট্রাকচালক লালন মিয়া ও হেলপার কাশেম মিয়াকে আটক করে পুলিশে দেয়। তাদের বাড়ি ঝিনাইদহ জেলায়।
স্থানীয় পান্টি ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছিল।