কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে মৃত একটি তিমি মাছ।
স্থানীয় লোকজন শুক্রবার দুপুর ১২টার দিকে সাগরের পানিতে ভাসমান অবস্থায় এটি দেখে মৎস্য ও পরিবেশ অধিদপ্তরে খবর দেয়।
তিমিটি এখনও সাগরতীরে পড়ে আছে। তিমিটির দৈর্ঘ্য ৪৪ ফুট ও প্রস্থ ২৬ ফুট।
সমুদ্র ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষক তরিকুর ইসলামের ধারণা, এক সপ্তাহ আগে তিমিটি মারা গেছে।
তিনি বলেন, ‘নৌযান বা কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছে কি না তা নিশ্চিত নয়। বিষাক্ত কিছু খেয়েও মারা মারা যেতে পারে। তিমি কেটে এর নমুনা সংগ্রহ করা হচ্ছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ জানান, তিমির মৃত্যুর কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।
স্থানীয় বাসিন্দা নুর নবী জানান, ‘লোকমুখে শুনে আমি সৈকতে গিয়ে দেখলাম মৃত তিমিটি পঁচে গেছে। দুর্গন্ধও ছড়াচ্ছে। এর গায়ের রং লালচে হয়ে গেছে। সম্ভবত কয়েকদিন আগে তিমিটি মারা গেছে।’