ঢাকার ধামরাইয়ে একটি ট্রাকের ভেতর লুকানো একটি চেম্বার থেকে প্রায় দুই কেজি হেরোইন জব্দ করেছে র্যাব। সেইসঙ্গে আটক করা হয়েছে দুইজনকে। র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিরা মাদক কারবারি।
র্যাব-৪ শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। সে সময় সন্দেহের জেরে পাথরবোঝাই ওই ট্রাকটি আটকানো হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর বিশেষভাবে ঝালাই করা একটি চেম্বার দেখে র্যাব সদস্যরা।
ওই চেম্বারেই পাওয়া যায় এক কেজি ৯৫৮ গ্রাম হেরোইন।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল নিউজবাংলাকে বলেন, ট্রাক জব্দের সময় আটক করা হয় তাতে থাকা উত্তম কুমার এক্কার ও কংশ এক্কার নামের দুইজনকে। তারা অনেকদিন ধরে দেশের সীমন্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
তিনি জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।