বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তালতলী থানার পুলিশ শুক্রবার রাতে ওই যুবককে বাড়ি থেকে আটক করে।
শুক্রবার দুপুরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, তালতলী উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ওই যুবক বিভিন্ন সময় উত্ত্যক্ত করত।
এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে ছাত্রীটি বাড়ি ফেরার সময় ওই যুবক পিছু নেয়। কিছুদূর যাওয়ার পর তাকে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে যুবকটি।
এ সময় মেয়েটির চিৎকারে যুবকটি পালিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রীর মা থানায় মামলা করেন।