চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার সময় মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার ভূজপুর সুয়াবিল ইউনিয়নের এক্কুলিয়া হালদা নদীর চরে শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ সাকেল ওই এলাকার লালমাটি হাজী আব্দুল করিম সওদাগর বাড়ির বাসিন্দা ছিলেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ জানান, সাকেল চরের মাটি খুঁড়তে গিয়ে সৃষ্টি হওয়া গর্তে ঢুকে পড়েছিলেন। সে সময় গর্তের মাটি ধসে তার ওপর পরে। আশপাশে থাকা শ্রমিকরা এসে তাকে মাটি খুঁড়ে উদ্ধার করে।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
পুলিশ জানায়, হালদা নদীর সিসি ব্লক ও বেড়ি বাঁধের ভেতরে অবৈধভাবে প্রায় ২০ থেকে ২৫টি স্থানে কয়েকটি সিন্ডিকেট মাটি ও বালি কেটে পাচার করছে দীর্ঘদিন। শ্রমিকদের ঝুঁকি নিয়ে এসব কাজ করতে হয়। এই দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হবে। নিহতের পরিবার মামলা না করলেও পুলিশ বাদি হয়ে মামলা করবে।