বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেলসেতুর স্লিপারে আগুনের রহস্য কী?

  •    
  • ৯ এপ্রিল, ২০২১ ০০:৪৬

কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, ‘ফায়ার কর্মীরা আমাকে জানিয়েছেন ফেলে দেয়া সিগারেটের আগুন থেকে স্লিপারে আগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই রেলসেতুর স্লিপারে লাগা আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমারখালীর স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সকাল সাড়ে সাতটার দিকে রেল লাইনে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ কল করেন।

সেখান থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে গড়াই রেলসেতুর পশ্চিম প্রান্তে প্রথম গার্ডারের পর একটি স্লিপারে আগুন জ্বলতে দেখে।

‘প্রথমে ফায়ার এক্সটিংগুইশার বাস্ট করে নেভানোর চেষ্টা করি। কাজ না হওয়ায় পাইপ লাগিয়ে পানি দিয়ে নিভিয়ে ফেলি’-বলেন আব্দুল হালিম।

তিনি জানান, আগুনে পুড়ে একটি স্লিপারের কিছুটা ক্ষতি হয়েছে। বিষয়টি রেল বিভাগকে জানানো হয়েছে।

এটি কোনো নাশকতার চেষ্টা কি না- তা নিয়ে এলাকায় জল্পনা কল্পনা চলছে।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম নিউজবাংলাকে জানান, আগুনে পুড়ে যাওয়া রেল স্লিপার বদলে দেয়া হয়েছে। রেল চলাচলে কোনো সমস্যা হয়নি।

লকডাউনের কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় দু-একটি মালবাহী ট্রেন চলাচল করছে।

আগুন কীভাবে লাগল, সে বিষয়ে কোনো ধারণা না থাকা এই রেল কর্মকর্তা বলেন, দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের পার্মানেন্ট ওয়ে ইনস্পেক্টর (পিডব্লিউআই) স্থানীয় থানায় মামলা করবেন।

কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, ‘ফায়ার কর্মীরা আমাকে জানিয়েছেন ফেলে দেয়া সিগারেটের আগুন থেকে স্লিপারে আগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

এ বিভাগের আরো খবর