গাজীপুরে মোবাইল ফোনে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানার দিঘীরচালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, সজীব হাসান শিপন, শফিকুল ইসলাম ও মো. হৃদয়।
অভিযোগ, ওই তিন যুবক মুখ্য বিচারিক হাকিম ও ডিবি পুলিশ পরিচয়ে সিটি করপোরেশনের এক কাউন্সিলর ও একটি হাসপাতালের মালিকের কাছে টাকা দাবি করেছিলেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, ৬ এপ্রিল গাজীপুর সিটির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোয়েব আল আসাদ (মনির) এবং কালিয়াকৈর থানার সফিপুর বাজারের খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. বখতিয়ারের কাছে চাঁদা দাবি করা হয়।
তিনি আরও জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মোবাইল ফোনে নিজেদেরকে গাজীপুর জেলা মুখ্য বিচারিক হাকিম এবং ডিবি পুলিশের এসআই পরিচয় দেয়। তারা বিভিন্ন মোবাইল ফোন নম্বর ব্যবহার করে চাঁদা দাবি করে। পরবর্তীতে কাউন্সিলর ও হাসপাতালের মালিক গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমের মোবাইলে ফোন দিয়ে বিষয়টি জানান। এ ঘটনায় কাউন্সিলর সোয়েব আল আসাদ (মনির) বাসন থানায় এবং ডা. মো. বখতিয়ার কালিয়াকৈর থানায় মামলা করেন।
পিবিআই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। পরে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান ও এসএম শাকিল হাসানের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার ভোরে নগরীর বাসন থানাধীন দীঘিরচালা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় জসিমের বাড়ির ভাড়াটিয়া সজীব হাসান শিপনকে।
তার স্বীকারোক্তি মোতাবেক একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম ও মো. মোস্তফার ছেলে মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তিন আসামিকে বৃহস্পতিবার গাজীপুর আদালতে পাঠানো হয়। সেখানে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানান পিবিআই কর্মকর্তা।