প্রতারণার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের সংগঠনের সিরাজগঞ্জ জেলার সভাপতি মুফতি মহিবুল্লাহ মহিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামের নিজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিক্ষক পদে চাকুরি দেয়ার নামে তিনি প্রতারণা করেন বলে অভিযোগ রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম নিউজবাংলাকে জানান, মহিবুলাহ মহিব কালিয়া কান্দাপাড়া গ্রামের মো. রহমতুল্লাহর ছেলে। ২০১৫ সালের ১০ অক্টোবর তিনি স্থানীয় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরির প্রলোভন দেখিয়ে কামারখন্দ উপজেলার নয়াচালা গ্রামের আলমগীর হোসেনের কাছ থেকে ৬ লাখ ৭৩ হাজার টাকা নেন।
তিনি আরও জানান, চাকরি দিতে না পেরে মহিবুল্লাহ সে বছরের ২৪ ডিসেম্বর ৩ লাখ ৪০ হাজার টাকা ফেরত দেন এবং আলমগীরকে বাকি টাকার বিপরীতে একটি চেক দেন। তবে ওই চেকে টাকা তুলতে পারেন না আলমগীর। পরে টাকা চাইলে হুমকি ও হয়রানির শিকার হন তিনি। এ অবস্থায় তিনি প্রতারণার অভিযোগে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। এই মামলায় বুধবার ভোরে সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া এলাকা থেকে মহিবুল্লাহ মহিবকে গ্রেপ্তার করা হয়।