ঢাকার সাভারে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়া এলাকায় সড়কে বিক্ষোভ করে ভার্সেটাইল অ্যাটেয়ার্স লিমিটেডের প্রায় ২৫০ শ্রমিক।
কিছুক্ষণ পরে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
শ্রমিকরা জানায়, গত ৩১ মার্চ শ্রমিকদের অগোচরে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন-ভাতা না দিয়ে মালিক কারখানা বন্ধ করে দেন। পরে বিষয়টি নিয়ে শিল্প পুলিশ-১ এ অভিযোগ দিলে সেখানে শ্রমিকদের নিয়ে একটি সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় আজ ৮ এপ্রিল ফেব্রুয়ারি মাসের বেতন দেয়া হবে।
সেই সিদ্ধান্ত মোতাবেক শ্রমিকরা আজ কারখানায় আসলে কারখানা কর্তৃপক্ষ থেকে জানানো হয়, আজ বেতন-ভাতা প্রদান করা হবে না। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এ ব্যাপারে ভার্সেটাইল অ্যাটেয়ার্স লিমিটেড কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. মামুনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ নিউজবাংলাকে বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে ওই কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।’