পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বার্ষিক ডায়েরি ও ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি খোন্দকার মোশতাক আহমদের ছবি প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধারা।
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এই মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে এডওয়ার্ড কলেজের প্রধান ফটকে হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আজিজুর রহমান টিংকু, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জব্বারসহ অনেকে।
বক্তাদের অভিযোগ, কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মজুমদার পরিকল্পনা করে মোশতাকের ছবি দিয়ে ডায়েরি ও ক্যালেন্ডার প্রকাশ করেছেন। ঘটনাটির তদন্ত করে জড়িত ব্যক্তিদের অপসারণসহ ও বিচারের দাবিও জানান তারা।
এ বিষয়ে কথা জানতে অধ্যক্ষ হুমায়ুন কবীর মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।