বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢিলাঢিলিতে প্রাণ হারালেন বৃদ্ধ

  •    
  • ৮ এপ্রিল, ২০২১ ২৩:২২

দুই চাচাত ভাইয়ের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। তাদের মধ্যে মীমাংসার উদ্যোগ ভেস্তে যায় তাদের ছেলেদের কারণে। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইটের টুকরো দিয়ে ঢিল ছোড়াছুড়ি করে দুই পক্ষ। একটি ঢিল এসে লাগে সায়েমউদ্দিনের বুকে। মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কান্দাইল কুকিমাদল এলাকায় দুই পক্ষের ঢিলাঢিলিতে এক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সীমানা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম সায়েমউদ্দিন। তার বয়স ৬৫।

নিহত সায়েম উদ্দীনের ভাতিজী আনোয়ারা বেগম নিউজবাংলাকে জানান, সায়েমউদ্দীন ও ইমাম হোসেন পরস্পর চাচাত ভাই। বাড়ির সীমানা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বেশ কয়েকবার জমি মাপার ব্যবস্থা করলেও ইমাম হোসেনের ছেলেরা তা মানেনি। সীমানা মাপজোকের ব্যাপারে বারবার বলার কারণে এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে থাকে।

বুধবার সায়েমউদ্দীনের ছেলে রিটনকে মারধর করে তার বাড়িঘরে হামলা করেন ইমাম হোসেনের ছেলে কামাল ও জজ মিয়া। তারপরেও তাদের সঙ্গে পেরে উঠবেন না ভেবে আর কোনো পদক্ষেপ নেননি তারা।

আজ সকালে রিটন গরু ছড়াতে যাওয়ার সময় তার সঙ্গে তর্কে জড়ায় কামাল ও জজ মিয়া। এক পর্যায়ে তাদের মধ্যে ইটের বড় টুকরা দিয়ে ঢিল ছোড়াছুড়ি হয়।

এ সময় সায়েমউদ্দীন তাদেরকে ফেরাতে গেলে ইমাম হোসেনের ছেলে জজ মিয়া তাকে লক্ষ করে একটি ঢিল ছুড়ে মারে। সেই ঢিল এসে সায়েমউদ্দীনের বুকে লাগে। এতে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে এ ঘটনার বিষয়ে জানতে চেয়ে জজ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাদেরকে ধরতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।’

এ বিভাগের আরো খবর