ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরমন্ডলে ইউনিয়নে হামলার এ ঘটনা ঘটে।
ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. রুবেল হোসেন জানান, কিছুদিন আগে জামায়াত-শিবিরের লোকজন মোদিবিরোধী মিছিল বের করতে চায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাধার মুখে তারা মিছিল করতে পারেননি।
তিনি অভিযোগ করেন, এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবিরের লোকজন ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালায়। এ সময় তারা আসবাবপত্রের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্যের ছবি ভাঙচুর করে।
ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী বলেন, ‘জামায়াত-শিবিরের লোকজন অতর্কিতভাবে এ হামলা চালিয়েছেন। ঠিক কী কারণে তারা হামলা করল, সে বিষয়টি জানার চেষ্টা চলছে।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের খবর পেয়েছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মী ও সমর্থকরা।
ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাপনা। এর মধ্যে জেলা ভূমি অফিস, সুর সম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গন থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি কোনোটাই বাদ যায়নি। হামলা করা হয় ভাষাসংগ্রামী শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মরণে শহরের কেন্দ্রস্থলে করা ভাষা চত্বরেও। এসব স্থাপনায় ভাঙচুরের পর আগুন দেয় মাদ্রাসাছাত্ররা।