সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আটজন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল তাহিদ ও রিপন মিয়ার বাড়ি উপজেলার ডুংরিয়া গ্রামে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন নিউজবাংলাকে জানান, জমিজমা নিয়ে ওই গ্রামের আব্দুল তাহিদের সঙ্গে তার চাচাতো ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার বিরোধ ছিল। এই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এক পর্যায়ে আব্দুল তাহিদ ও রিপন মিয়া গুরুতর আহত হয় ।
তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।