ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগে পুড়ে গেছে গুদামে রাখা কাপড়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আশুলিয়ার জামগড়া এলাকায় শমীর প্লাজার আট তলা ভবনের সপ্তম তলায় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিটওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ও সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে বলেন, ‘কারখানায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে কোনো শ্রমিক ছিল না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গোডাউনে রাখা তৈরি পোশাক সব পুড়ে গেছে।’
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার শিমুলিয়া বাজারে আগুন লেগে দশটি দোকান পুড়ে গেছে।
সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, একটি ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত। বাজারটিতে কমপক্ষে ১৫০ দোকান ছিল। আগুন সব দোকানে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত দুইটার দিকে নিয়ন্ত্রণে আসে।