হবিগঞ্জের বাহুবলের রশিদপুর পেট্রল উৎপাদনকারী কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার মধ্যরাতে এই প্ল্যান্টে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বিকট শব্দে আশপাশের বাড়িঘরের হাজারো মানুষ রাস্তায় বেরিয়ে আসেন।
প্লান্টের জেনারেল ম্যানেজার রওনকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, প্ল্যান্টের ‘বার্নফিড’ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্তের জন্য কমিটি গঠন করা হবে।’
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, ‘আগুন লাগার পর কর্তৃপক্ষ নিজেরা প্রথমে নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না এলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।’
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মূলত শোধনাগারের বর্জ্যের মধ্যে আগুন জ্বলছিল। তবে ফায়ার সার্ভিসের দক্ষতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।