কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগ বাজার মাস্টারপাড়া গ্রাম থেকে বুধবার রাত ৯টার দিকে জহিরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শেষে লেখা, ‘বাবা, আমার আদরের ছোট ভাইকে দেখ।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যোবায়ের নিউজবাংলাকে জানান, বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।