বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাসদকে হেফাজতের সতর্কতা

  •    
  • ৮ এপ্রিল, ২০২১ ০০:৩৪

বিবৃতিতে বলা হয়,শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী দেশের তৌহিদি জনতার আধ্যাত্মিক নেতা। তিনি দেশের হাজার হাজার আলেমের ওস্তাদ। তাকে হয়রানি কিংবা তার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে,দেশের তৌহিদি জনতা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের দাবি জানানোয় জাতীয় সমাজতান্ত্রিক দলকে সতর্ক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক বুধবার সন্ধ্যায় এ ঘটনায় সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী দেশের তৌহিদি জনতার আধ্যাত্মিক নেতা। তিনি দেশের হাজার হাজার আলেমের ওস্তাদ। তাকে হয়রানি কিংবা তার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে, দেশের তৌহিদি জনতা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।’

মাওলানা আজিজুল হক বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, হেফাজত কোনো তাণ্ডব চালায়নি। ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের সন্ত্রাসীদের দিয়ে গুপ্ত হামলা চালানো হয়েছে। হাসানুল হক ইনুসহ সরকারদলীয়রা প্রমাণ ছাড়া হেফাজতের নামে মিথ্যাচার করছে, হুমকি-ধামকি দিচ্ছে। আমরা কোনো ধরনের রক্তচক্ষুকে পরোয়া করি না। কোনো সংঘাত চাইনা। কিন্তু আমাদের উসকানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করলে তার পরিণতি সরকারের জন্য ভালো হবে না।

হাসানুল হক ইনু পুলিশের গুলিতে শহিদ ২১টি প্রাণের জন্য একটুও দুঃখ প্রকাশ করেননি। এই হত্যাযজ্ঞের বিচার চাননি। শান্তিপূর্ণ হরতাল ও বিক্ষোভ মিছিলে কারা গুলি চালিয়ে পরিস্থিতিকে সহিংস করে তুলেছিল? হেলমেট পরে চাপাতি ও রামদা হাতে কারা পুলিশের সহযোগী হিসেবে শান্তিপূর্ণ প্রতিবাদকারী মুসল্লিদের ওপর হামলে পড়েছিল? সেসবের ভিডিও ফুটেজ ও ছবি দেখেছে দেশের মানুষ। ২১ জন নিরীহ প্রতিবাদকারী নাগরিককে যারা শহিদ করেছে, তারাসহ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের একদিন বিচার করা হবে ইনশাআল্লাহ।

বিবৃতিতে আরও বলা হয়, হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি। অথচ তিনি দলীয় আদর্শ জলাঞ্জলি দিয়ে দীর্ঘসময় একটি বুর্জোয়া পুঁজিবাদী ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সংবাদমাধ্যমে আমরা জেনেছি, সংসদসদস্য ও মন্ত্রী থাকাকালীন তিনি অঢেল অর্থসম্পদ বানিয়েছেন। এটাই কি সমাজতান্ত্রিক আদর্শের নমুনা!

বঙ্গবন্ধু-হত্যার পর ট্যাংকের ওপর শার্ট খুলে যিনি নেচে উল্লাস করেছিলেন, আজকে তার মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা বেমানান। এ দেশে ভারতের স্বার্থরক্ষায় দালালির পুরস্কারস্বরূপ তিনি আওয়ামী সরকারের মন্ত্রী হতে পেরেছিলেন।

এ বিভাগের আরো খবর