রংপুরে বৃহস্পতিবার করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। সকাল ১০টায় জেলার নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে এই কার্যক্রম শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। একই সঙ্গে সবাইকে টিকা নেয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।
সিভিল সার্জন বলেন, গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রংপুরে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭২৪ জন। এর মধ্যে ৯১ হাজার ৪৬৯ জন পুরুষ এবং ৭৩ হাজার ২৫৫ জন নারী।
তিনি বলেন, বর্তমানে করোনার টিকার দ্বিতীয় ডোজের দুই হাজার ডোজ রয়েছে। দ্বিতীয় ডোজের এক লাখ ১৪ হাজার টিকা এসে পৌঁছাবে। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজ দেয়া হবে।
প্রথম ডোজ নেয়ার তারিখ থেকে দুই মাস পর টিকার দ্বিতীয় ডোজ নেয়া যাবে। এ ক্ষেত্রে কোনো এসএমএস না পেলেও টিকা কার্ডসহ নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় আরও বলেন, বর্তমানে প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রমও চলমান রয়েছে। শুধু টিকা নিলেই চলবে না সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি সবকিছুই মেনে চলতে হবে।