পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মৌমাছির আক্রমণে গোপাল চন্দ্র বর্মন নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়শিঙ্গিয়া এলাকায় নিজ বাড়িতেই এ ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপাল চন্দ্র বর্মন তার বাড়ির উঠানে বসে থাকা অবস্থায় বাড়ির পাশের বড়ই গাছে বাসা বাঁধা মৌচাকে হঠাৎ করে একটি চিল এসে হানা দেয়।
এ সময় চাক থেকে অনেক মৌমাছি উড়ে গোপালের গায়ে বসে তার শরীরে হুল ফোঁটায়। তার চিৎকারে পরিবারের লোকজন এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।