সাভারে স্বাস্থ্যবিধি নেমে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকাল সাড়ে ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়।
সাভার শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা চালু থাকায় অঞ্চলে লকডাউনের তেমন প্রভাব পড়েন-এই যুক্তি দেখিয়ে ব্যবসায়ীরা দাবি তোলেন, স্বাস্থ্যবিধি মেনে সাভারের বিপণী বিতানগুলো খুলে দেয়ার। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখায় লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে বলে জানান তারা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ নিউজবাংলাকে বলেন, ‘মার্কেট খুলে দেয়ার দাবিতে মহাসড়কে অল্প সময়ের জন্য বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।