বরিশাল সদর উপজেলায় ইটবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা সুপারসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী।
উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া বাজারে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টুমচর কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল এবং মো. আলাউদ্দিন। আহত মাদ্রাসা শিক্ষক হেলাল উদ্দিন আলাউদ্দিনের বাবা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন নিউজবাংলাকে জানান, মাদ্রাসার কাজ শেষে ওই তিনজন একই মোটরসাইকেলে বরিশাল ফিরছিলেন। ভেদুরিয়া বাজার সংলগ্ন বরিশাল-বাউফল আন্তঃসড়কে পৌঁছালে ওই ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আলাউদ্দিন ও আরোহী আব্দুল জলিলের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় হেলাল উদ্দিনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক জানান, ট্রলি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।