র্যাব কর্মকর্তা জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি টিম যাই সেখানে। অভিযান আমরা ১শ লিটার চোলাই মদসহ তাদের আটক করি। সদর থানায় করা মামলায় পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
টাঙ্গাইলে একশ লিটার দেশি চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
টাঙ্গাইলে র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান একথা জানিয়েছেন।
তিনি বলেন, জেলা সদরের কান্দাপাড়া কলোনি থেকে বুধবার সকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রবি দাস, কৈলাস রবি দাস, তুলসী রবি দাস ও এহসানুল হক মিলন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি টিম যাই সেখানে। অভিযান আমরা ১শ লিটার চোলাই মদসহ তাদের আটক করি। সদর থানায় করা মামলায় পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’