গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বুলবুলের মৃত্যু হয়েছে।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
বুলবুলের বড় ভাই বাদল মিয়া নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েক বছর ধরে বুলবুল কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ শারীরিক কিছু জটিলতায় ভুগছিলেন। এক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সূত্রে জানা যায়, বুলবুল শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। গত বছর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হন।
তার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম কাজিমউদ্দিন আহমেদ। উপজেলার শৈলাট গ্রামে তাদের বাড়ি।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুপুরে জানাজা শেষে গ্রামে পারিবারিক কবরস্থানে বুলবুলকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক, গাজীপুর-৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজসহ দলের নেতারা।