নাটোরের তিন উপজেলায় গত ২৪ ঘণ্টায় তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বড়াইগ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এবং রাতে গুরুদাসপুর ও নলডাঙ্গা থেকে পাওয়া যায় মরদেহগুলো।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, তিনটি ঘটনাই হত্যাকাণ্ড।
তিনি জানান, বড়াইগ্রাম উপজেলায় পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে মনিরুল ইসলামেক হত্যা করে তার সৎ বোন।
চকপাড়া গ্রামে মঙ্গলবার রাতে মনিরুল ইসলামের সঙ্গে পাওনা টাকার জন্য ঝগড়া হয় সৎ বোন উম্মে হানী ও সৎ ভাই মানিকের। এর এক পর্যায়ে উম্মে হানী লাঠি দিয়ে মনিরুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে অভিযুক্তদের আটক করে।
এর আগে দুপুরে নলডাঙ্গার ভট্টপাড়া গ্রামে ইমরান নামের এক যুবকের বিরুদ্ধে তাদের বাড়িতে আশ্রিত বৃদ্ধ কেছাতুল্লা সরদারকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আটক করা হয় ইমরানকে।
এসপি জানান, গুরুদাসপুরের হাট পুরুলিয়া গ্রামে রাতে জমি নিয়ে বিরোধের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ছোট ভাই আব্দুল মালেক হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে বড় ভাই আব্দুল খালেককে। আশংকাজনক অবস্থায় রাজশাহী নেয়ার পথে মৃত্যু হয় খালেকের।
তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এইসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসপি।