করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মানতে মানুষের অনীহার কারণে চট্টগ্রামে ১৯ জনকে ১৭ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক নিউজবাংলাকে জানান, এদের কেউ মাস্ক না পরেই বাইরে এসেছিল, কেউ লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়াই বাড়ির বাইরে এসেছিল।
মঙ্গলবার দিনব্যাপী নগরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়।
সোমবার থেকে সারাদেশে চলমান এক সপ্তাহের লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসা নিষেধ। আর বাইরে এলে অবশ্যই মাস্ক পরে আসতে নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশ অমান্য করলে মহামারি আইন অনুযায়ী জরিমানার সুযোগ আছে।
অভিযানের নেতৃত্ব দেয়া ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন নাজমা বিনতে আমিন, মাসুমা জান্নাত, মো. আশরাফুল আলম, প্রতীক দত্ত, হুছাইন মুহাম্মদ এবং সোনিয়া হক।