কুষ্টিয়ায় জিকে খালে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বড় আইলচারা গ্রামের মন্ডলপাড়ায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর নাম মো. সাবেত। তার বয়স ৬; ওই গ্রামের ভ্যানচালক দানেচ আলীর ছেলে সে। পড়ত আইলচারা নুরানী মাদ্রাসায়।
আইলচারা ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলাম নিউজবাংলাকে জানান, গরুকে গোসল করানোর জন্য ছেলেকে নিয়ে খালে যান দানেচ। সেই কাজ শেষে দানেচ বাড়ি ফিরে গেলেও অন্য শিশুদের সঙ্গে সেখানে থেকে যায় সাবেত।
দীর্ঘ সময় সাবেত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খালে গিয়ে খুঁজতে থাকেন। পরে তার মরদেহ পানিতে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
ওসি জানান, পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।