কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষকের নামে মামলা হয়েছে।
নাঙ্গলকোট থানায় মঙ্গলবার সকালে ওই মাদ্রাসা ছাত্রীর বাবার করা মামলায় শিক্ষক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর ওয়াছাকিয়া কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় সোমবার এই ধর্ষণের ঘটনা ঘটে।
নাঙলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী নিউজবাংলাকে এই তথ্যগুলো জানিয়েছেন।
মামলায় বলা হয়েছে, ওই ছাত্রীর বয়স নয় বছর। সোমবার বিকেলে ছুটির পর মাদ্রাসার সব শিক্ষার্থীরা চলে গেলেও ওই শিশু ছাত্রীকে আটকে রাখেন বিল্লাল। মাদ্রাসার একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন। বাড়ি ফেরার পর রক্তক্ষরণ দেখে কারণ জানতে চাইলে মাকে ঘটনাটি বলে ওই শিশু।
মা-বাবা রাতেই তাকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়।
ওসি জানান, ঘ্টনা জানার পর সোমবার রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। শিশুর বাবা মঙ্গলবার সকালে মামলা করলে বিল্লালকে তাতে গ্রেপ্তার দেখানো হয়।