দিনাজপুরে চার শতাধিক গ্রাহকের ৩০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
শহরের ঈদগাহ আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে সোমবার বিকেলে আবু হায়াত আল মাহমুদকে অবরুদ্ধ করে রাখে ভুক্তভোগী দাবি করা লোকজন। পরে রাত ১২টার দিকে পুলিশ গিয়ে তাকে আটক করে।
আটক মাহমুদের বাড়ি সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে। তিনি ব্রিজ অফ লাইট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিওর সভাপতি।
ভুক্তভোগী দাবি করা আমেনা খাতুন জানান, কয়েক দিন আগে ওই এনজিওর একজন মাঠকর্মী তার বাড়িতে গিয়ে একটি ফরম পূরণ করে নেয়। এরপর তিনি পাঁচ লাখ ঋণের প্রস্তাব দেন। কিন্তু এর জন্য অগ্রিম পাঁচ হাজার টাকা চাওয়া হয় তার কাছে।
তিনি বলেন, ‘তারা আমাকে ১১ এপ্রিল ঋণ দেয়ার কথা জানিয়ে সেখান থেকে চলে আসে। এরপর জানতে পারি তারা এ রকম বহু মানুষের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে।’
কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদল কুমার নিউজবাংলাকে বলেন, ‘মাহমুদ বহু লোকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাচ্ছিল। বিকেলে তাকে অফিসে আটক করে রাখে জনগণ। আমরা গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে তাকে থানায় নিয়ে আসি।’
তিনি আরও জানান, মঙ্গলবার থানায় ভুক্তভোগীদের ডাকা হয়েছে। সেখানে দুই পক্ষকে নিয়ে বসা হবে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।