সাতক্ষীরার দেবহাটায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বহেরা গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই ছাত্রীর পরিবারের সদস্যরা নিউজবাংলাকে জানান, ওই যুবক প্রায়ই তাদের মেয়েকে উত্ত্যক্ত করত। বিষয়টি ওই যুবকের পরিবারকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। একপর্যায়ে রোববার দুপুরে বাড়িতে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় সে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় সোমবার বিকেলে ওই স্কুলছাত্রীর মা ওই যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।