মাদারীপুর সদরে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রিফাত নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
উপজেলার আঞ্চলিক মহাসড়কের ট্রাকস্ট্যান্ড এলাকায় সোমবার রাতের এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
নিহত রিফাতের বাড়ি সদর থানার কুকরাইল এলাকায়। সে শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
আহত দুইজন হলো আল-আমিন ও সম্রাট। তাদের মধ্যে আল-আমিনের বাড়ি কুকরাইলে। আর সম্রাট একই উপজেলার হরিকুমারিয়া এলাকার বাসিন্দা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান মিয়া নিউজবাংলাকে জানান, সদরের ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে মোস্তফাপুরগামী পিকআপ ভ্যানটির সঙ্গে রিফাতসহ তিনজনকে বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিফাতের। এ সময় আল-আমিন ও সম্রাট গুরুতর হয়।
ওসি আরও জানান, আহত দুইজনকে শুরুতে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে আল-আমিনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।