পাবনায় আটঘরিয়ায় শাজাহান আলী নামের এক ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ী পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।
সোমবার বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের টয়লেটের হাউজ থেকে মরদেহটি উদ্ধার করে আটঘরিয়া থানার পুলিশ।
নিহত শাজাহান পাবনা শহরের শালগাড়িয়া এলাকার বাসিন্দা এবং নয়ন ফটোস্ট্যাট দোকানের মালিক।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গত ৩১ মার্চ সকালে দোকানের যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন শাজাহান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকেলে উপজেলার গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির পেছনে টয়লেটের হাউজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে থানায় জানায়।
ওসি আরও জানান, শাজাহানের স্বজনেরা পরে মরদেহ শনাক্ত করে। তবে কে বা কারা তাকে হত্যার পর সেখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। তদন্ত চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারলে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।