কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে একটি টহল দল মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া থেকে মো. নুরুল আবছারকে আটক করে।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, রাতে নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার থেকে আসা ইয়াবা ভর্তি একটি নৌকা তিনি ডাঙ্গর পাড়ায় মো. আমির হোসেনের বাড়িতে রেখে এসেছেন।
আটক নুরুল আবছারকে নিয়ে আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক পালিয়ে যান।
অপরদিকে রাত সাড়ে ১১টার সময় হোয়াইক্যং খারাংখালী বিওপির জওয়ানেরা মিয়ানমার থেকে মাদকের চালান আসার খবর পেয়ে বিশেষ একটি টহল দল ক্যাম্পের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২-৩ জন দুষ্কৃতকারী একটি কাঠের নৌকা থেকে নেমে বেড়িবাঁধের দিকে অগ্রসর হলে বিজিবি জওয়ানেরা তাদের দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে।
তখন মাদক কারবারী চক্রের সদস্যরা একটি বস্তা ফেলে পাশের গ্রামে দৌড়ে পালিয়ে যায়। বস্তা থেকে এক লাখ ইয়াবা পাওয়া যায়।
নুরুল আবছারকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।