কুমিল্লায় একটি প্রাইভেটকার থেকে এক মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুলিশ।
সোমবার দুপুরে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুজ সাকিব।
আটক ব্যক্তিরা হলেন জেলার নাঙ্গলকোট থানার শ্রীগাংতা গ্রামের জসীম উদ্দীন এবং চট্টগ্রাম জেলার সিতাকুন্ড থানার ইমাম নগর গ্রামের নুরুল কাদের।
মেজর তালুকদার নাজমুজ সাকিব জানান, ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাবাহি প্রাইভেটকারটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, চৌদ্দগ্রাম থেকে গাঁজা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটিকে থামান হয়। পরে তল্লাশি করে প্রাইভেটকারের ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক নুরুল কাদের প্রাইভেটকারচালক ও জসীম উদ্দীন তার সহকারী। তারা দুজনই দীর্ঘদিন ধরে মাদক পাচারের কাজ করছেন। তাদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নুরুল ও জসিমের বিরুদ্ধে মামলা করে র্যাব। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।