ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরকে গুমের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ এনেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সংগঠনের পক্ষে এক বিবৃতিতে নুরকে গুমের চেষ্টার অভিযোগ আনেন।
বিবৃতিতে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুর বর্তমান সময়ে রাজপথের একজন জনপ্রিয় দেশপ্রেমিক সাহসী তরুণ নেতা। নুরকে গুম করার চেষ্টা দেশবিরোধী কাজ। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
বিবৃতিতে বলা হয়, নুর এ দেশের গণমানুষের পক্ষে কথা বলেন। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি সরব থাকেন। সব সময় স্বৈরতন্ত্রের সমালোচনা করেন। সে কারণে এ দেশের ভারতপন্থী রাজনৈতিক মহল তাকে সব সময় হুমকি মনে করে। তবে এই দেশের জনগণ এখন সজাগ রয়েছে। তারা গুম-খুনকে আর বরদাশত করবে না।
রোববার রাত ৮টার দিকে স্বল্পসময়ের জন্য নিজের ফেসবুকে লাইভে এসে নুরুল হক নুর জানান, গুলশানে আইনজীবীদের সঙ্গে বৈঠক করে বাড্ডার দিকে ফিরছিলেন তিনি৷ এ সময় যানজটে গাড়ি খুব আস্তে আস্তে চলছিল৷ তখন একজন চালককে নামিয়ে দিয়ে গাড়ির সিটে বসে তাকে অপহরণের চেষ্টা করে৷ তখন দ্রুত তিনি গাড়ি থেকে নেমে প্রাণ-আরএফএলের শোরুমে আশ্রয় নেন৷
নুর লাইভে দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করায় তাকে গুম করার চেষ্টা করা হচ্ছে৷ গোয়েন্দাদের কাছ থেকেই তিনি এই তথ্য জেনেছেন৷ রোববারের ঘটনা সেই প্রক্রিয়ারই অংশ বলেও দাবি করেন তিনি৷