বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্তে পড়ে ছিল যুবকের মরদেহ

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ১৬:২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু রহমান বলেন, ‘প্রাথমিক ভাবে পিটিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। বাকিটা তদন্তের পর বলা যাবে।’

চাঁপাইনবাবগঞ্জ সদরের বকচর সীমান্তে এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আলাতুলী ইউনিয়নের ওই সীমান্তে সোমবার দুপুরে বিজিবির উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।

নিহতের নাম মো. ফারুক। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ির চরআষাড়িয়াদহ ইউনিয়নের হুরমন্তর গ্রামে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সুরুজ আলী মিয়া বলেন, ‘সীমান্ত পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে ওই যুবকের মরদেহ পড়ে ছিল। সকালে আমরা বিষয়টি জানতে পারি ও খোঁজ-খবর নেই।’

তিনি আরও জানান, সীমান্তে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। নিহতের শরীরেও গুলির কোনো আলামত মেলেনি।

‘আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা।’

তবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু রহমান বলেন, ‘প্রাথমিক ভাবে, পিটিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। বাকিটা তদন্তের পর বলা যাবে।’

এ বিভাগের আরো খবর