বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পায়ের ক্ষতের যন্ত্রণায় যুবকের আত্মহত্যার অভিযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ এপ্রিল, ২০২১ ১৩:৩৪

‘জসিমের পায়ের ব্যথা এত বেশি ছিল যে ওর চিৎকারে রাতে বাসার কেউ ঘুমাতে পারত না। রোববার রাত ৩টা পর্যন্ত আমি ওর সঙ্গে জেগে ছিলাম। এরপর আমি ঘুমিয়ে পড়ি। কখন যে গলায় ফাঁস দিল আমরা বলতে পারি না আর।’

চট্টগ্রামের বাকলিয়ায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাকলিয়ার চর চাক্তাই এলাকার ওই বাড়ি থেকে সোমবার সকালে উদ্ধার করা হয় মো. জসিম নামের ওই যুবকের মরদেহ।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, পায়ের ক্ষতের যন্ত্রণা সহ্য করতে না পেরে জসিম আত্মহত্যা করেছেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন নিউজবাংলাকে বলেন, ‘সোমবার ভোরের কোনো একসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জসিম। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।’

৩০ বছরের জসিম লেগুনা চালক ছিলেন বলে জানান তার স্বজনরা। জসিমের বাবা নূর ইসলাম নিউজবাংলাকে জানান, এক বছর আগে লেগুনা চালানোর সময় দুর্ঘটনায় পায়ে আঘাত পান জসিম। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কয়েক দফায় অস্ত্রোপচারও হয় তার পায়ে। তাতেও ক্ষত সারেনি। এর প্রচণ্ড ব্যথায় জসিম কাতর থাকতেন।

‘জসিমের পায়ের ব্যথা এত বেশি ছিল যে ওর চিৎকারে রাতে বাসার কেউ ঘুমাতে পারত না। রোববার রাত ৩টা পর্যন্ত আমি ওর সঙ্গে জেগে ছিলাম। এরপর আমি ঘুমিয়ে পড়ি। কখন যে গলায় ফাঁস দিল আমরা বলতে পারি না আর। সকাল ৯টার দিকে উঠে তার কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখি। আমাদের ধারণা, ভোররাতে ও গলায় ফাঁস দিয়েছে।’

ওসি রুহুল আমিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপরই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এ বিভাগের আরো খবর