ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে বাসের ধাক্কায় দুটি পিকআপ ভ্যানে থাকা ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শহরের পীরবাড়ি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে জানান, কাজে যাওয়ার জন্য দুটি পিকআপ ভ্যানে করে পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইনস থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর পীরবাড়ি এলাকায় ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি বাস একটি পিকআপের সামনের অংশে এবং আরেকটির পেছনের অংশে ধাক্কা দেয়।
আহত ব্যক্তিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আটক করা হয়েছে বাসের চালককে।