বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫ ফুট লম্বা অজগর

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ০২:০৫

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জার ইসমাইল হোসেন নিউজবাংলাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সাপ উদ্ধারের খবর পেয়েছি। রাত হয়ে যাওয়াতে সেটি ক্যাম্পাসে রয়েছে। সোমবার সাপটি উদ্ধার করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত আটটার দিকে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে প্রাণীটিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নেয়া হয়।

উদ্ধার সাপটি অন্তত ১৫ ফুট লম্বা। সেটির ওজন প্রায় ১০ কেজি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু মুন্সী নিউজবাংলাকে বলেন, ‘সড়কে ঘোরাঘুরি করতে দেখে সাপটি উদ্ধার করি আমরা। এরপর সেটিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে রাখা হয়েছে।’

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জার ইসমাইল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সাপ উদ্ধারের খবর পেয়েছি। রাত হয়ে যাওয়াতে সেটি ক্যাম্পাসে রয়েছে। সোমবার সাপটি উদ্ধার করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

অজগর বা পাইথন হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। অজগরকে ময়াল নামেও ডাকা হয়। বিষহীন আদিম সাপ নামেও এরা পরিচিত। এরা জোরে প্যাঁচিয়ে বা পরিবেষ্টন করে শিকারের দম বন্ধ করে। তারপর সাধারণত মাথার দিক থেকে সেটিকে আস্ত গিলে খাওয়া শুরু করে। কারণ, এতে শিকারের বাধা দেয়ার ক্ষমতা কমে যায়।

এ বিভাগের আরো খবর