বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় হাত বোমা ব্যবহার করে ডাকাতি, গ্রেপ্তার ৪

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ০০:১৪

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয় গত ১২ মার্চ রাতে। এ ঘটনায় শনিবার চারজনকে গ্রেপ্তার করে সিআইডি।

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা হয়েছে নাজিম উদ্দিন, মাহিন মিয়া, জাহিদুল ইসলাম বাবু ও কাজল চন্দ্র শীলকে।

রোববার সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক তানবীর হায়দার চৌধুরী বলেন, গত ১২ মার্চ রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন আখাউড়া-আগরতলা সড়কের পাশে সাতপাড়া ও দ্বিজয়পুর গ্রামে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া, তার স্ত্রী জাহানারা বেগম ও ছেলে নাঈম ভূঁইয়া ও দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া আহত হন।

ডাকাত দলটি চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় বাড়ির লোকেরা বাধা দিলে ডাকাতরা তাদের দা দিয়ে কুপিয়ে জখম করেন।

ডাকাতরা দ্বিজয়পুর গ্রামের সৌদি আরব ফেরত সিরাজ মিয়ার বাড়ি থেকে ৭৫ হাজার টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুট করেন।

প্রাথমিকভাবে গ্রেপ্তাররা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানায় সিআইডি।

ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র, তিনটি ধারালো দা, দুইটি ছুরি, একটি চাপাতি, ও লুট করা মালামালের মধ্যে একটি মোবাইল ফোন সেট ও তিনটি বিদেশী টর্চলাইট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে ডাকাতদলের বিরুদ্ধে জেলার আখাউড়া থানায় মামলা করেন।

এ ছাড়াও আসামি নাজিম উদ্দিনের বিরুদ্ধে নরসিংদী জেলার কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় সিআইডি।

এ বিভাগের আরো খবর