জাটকা শিকারের অপরাধে মানিকগঞ্জের শিবালয়ে ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুর ২টার দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিএম রুহুল আমিন এই কারাদণ্ড দেন। এ সময় তাদের কাছ সাত মণ জাটকা উদ্ধার করা হয়।
বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবালয়ের যমুনা নদীতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা শিকার করা অবস্থায় ১০ জেলেকে আটক করা হয় এবং সাত মণ জাটকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
তিনি আরও জানান, আটক জেলেরা তাদের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয় এবং উদ্ধার হওয়া জাটকা স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে বন্টন করা হয়। দণ্ডপ্রাপ্ত জেলেরা শিবালয় উপজেলার বিভিন্ন এলাকার বলেও তিনি নিশ্চিত করেছেন।
অভিযান পরিচালনার সময় শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার(এএসপি) তানিয়া আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারশিদ বিন এনাম ও উপজেলার (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা রফিকুল আলম উপস্থিত ছিলেন।